• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

আপত্তিকর ছবি প্রকাশ করার ভয় দেখিয়ে টাকা নিত রোমান!

মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৯ এপ্রিল ২০১৮, ১৪:৪৫

মানিকগঞ্জে খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের ছাত্রী লাবণ্য আক্তারের আত্মহত্যার প্ররোচণাকারী রোমান মিয়ার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে লাবণ্যের আত্মীয়-স্বজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন।

এসময় তারা বখাটে রোমান মিয়ার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিহতের পরিবারের দাবি বখাটে রোমানের প্ররোচণার শিকার হয়ে লাবণ্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। গেলো নয় এপ্রিল নিজ বাড়ি থেকে লাবণ্যের মরদেহ উদ্ধার করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : পুকুর খনন করতে গিয়ে মিলল দুইশ বছরের পুরনো জাহাজ
--------------------------------------------------------

এ ব্যাপারে লাবণ্যের মা সুরাইয়া আক্তার মঙ্গলবার মানিকগঞ্জ সদর থানায় রোমান মিয়াকে অভিযুক্ত করে মামলা করেছেন।

মানিকগঞ্জ পৌরসভার বড়াই এলাকার সিদ্দিক খানের মেয়ে লাবণ্য আক্তার এবার খান বাহাদুর আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

সিদ্দিক খান সাংবাদিকদের জানান, পূর্ব দাশড়া এলাকার কালাম মিয়ার ছেলে রোমান মিয়া মাঝে মধ্যেই লাবণ্যের কাছ থেকে টাকা-পয়সা দাবি করতো। সম্পর্কের জের ধরে লাবণ্যের কোনো আপত্তিকর ছবি বা ভিডিও রুমানের কাছে থাকতে পারে। ওই ছবি বা ভিডিও দেখিয়ে লাবণ্যর কাছ থেকে নিয়মিত টাকা নিত রোমান। কিন্ত টাকা দিতে না পারায় শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তার মেয়ে।

তিনি আরও জানান, আত্মহত্যার দিন লাবণ্যের মোবাইল ফোনে রোমান কমপক্ষে ৫০ বার ফোন করেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আত্মহত্যার কারণ সম্পর্কে তদন্ত চলছে।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২ মে)
শ্রমিক নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, সড়ক অবরোধ 
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১ মে)
৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার ১৬ লাখ
X
Fresh