• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৫ এপ্রিল ২০১৮, ১২:৩০

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক চরমপন্থি নেতা নিহত হয়েছেন।

এসময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুইটি পিস্তল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আহত হয়েছেন র‌্যাবের এএসআই তহুরুল ইসলাম ও কনস্টেবল রশিদুল আলম।

বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলার কয়া এলাকার গড়াই নদীর চরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

--------------------------------------------------------
আরও পড়ুন: মশার কয়েলের আগুনে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ
--------------------------------------------------------

নিহত চরমপন্থি নেতার নাম কুদ্দুস ওরফে সাগর (৪২)। তিনি রাজবাড়ী জেলার উড়াকান্দা গ্রামের মৃত তারক আলীর ছেলে।

র‌্যাবের দাবি নিহত কুদ্দুস নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির আঞ্চলিক প্রধান।

কুষ্টিয়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুল হক আরটিভি অনলাইনকে জানান, কুমারখালীর কয়া এলাকার গড়াই নদীর চরে একদল সন্ত্রাসী নাশকতা করার জন্য গোপন বৈঠক করছিল এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা একপর্যায়ে পিছু হটে।

পরে ঘটনাস্থল থেকে কুদ্দুস ওরফে সাগরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাগরের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মুহাইমিনুল হক।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh