• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়াকে কেন হাজির করা হয়নি জানতে চেয়েছেন আদালত

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি

  ২৮ মার্চ ২০১৮, ১৭:৪৪

খালেদা জিয়াকে আজ (বুধবার) আদালতে কেন হাজির করা হয়নি জানতে চেয়েছেন আদালত। আগামী সাত দিনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেন আদালত। একই সঙ্গে তার জামিনের আবেদনের শুনানি আগামী ৮ এপ্রিল ঠিক করা হয়।

কুমিল্লা ৫ নম্বর আমলি আদালতের বিচারক কাজী আরাফাত এ আদেশ দেন।

গেলো ১২ মার্চ আইনজীবীদের করা খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা (প্রোটেকশন ওয়ারেন্ট) প্রত্যাহার ও জামিন আবেদন আজ (২৮ মার্চ) শুনানির দিন ঠিক করা ছিল। খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় তার আইনজীবীদের করা জামিনের আবেদন শুনানি হয়নি।
--------------------------------------------------------
আরও পড়ুন: হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মেহেদী-স্বর্ণা-রাশেদ
--------------------------------------------------------

১২ মার্চ সোমবার বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার ৫নং আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় আটজন হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৮ মার্চ হাজিরার নির্দেশ দেন।

কুমিল্লা আদালতের পরিদর্শক সুব্রত ব্যানার্জি বলেন, জিআর ৫১ মামলায় বেগম জিয়াকে গ্রেপ্তারের আবেদন কুমিল্লায় আমলি আদালত ৫ (চৌদ্দগ্রাম) কোর্টে উপস্থাপন করলে সংশ্লিষ্ট আদালত তার নামে প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু করেন। পরোয়ানাটি ওই দিনই ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, মূলহোতা গ্রেপ্তার
অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুবিতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা শিক্ষকদের
কুমিল্লায় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পানি ঘণ্টা’ চালু
X
Fresh