• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গ্রামবাসী অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালো নয়নকে

ফেনী প্রতিনিধি

  ২০ মার্চ ২০১৮, ১৮:১৩

নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত মতিউর রহমান পলাশের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের নিজ বাড়ির দরজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পলাশের দাফন সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক খোকনসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ।

--------------------------------------------------------
আরও পড়ুন: ট্রাক থেকে ৬৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫
--------------------------------------------------------

এর আগে সোমবার রাতে পলাশের মরদেহ বাড়িতে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের আহাজারীতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত মতিউর রহমান পলাশ বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের রশীদ ডাক্তার বাড়ির মো. আমিন উল্লাহ মিয়ার ছেলে।

পলাশ ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাশ করে রাজধানীর তেজগাঁওতে রানার অটোমোবাইলে কর্মরত ছিলেন। নেপালের সাথে রানার এর ব্যবসায়ী চুক্তি সম্পাদনের লক্ষে প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে এটি তার ব্যবসায়ী সফর ছিল।

গত ১২ মার্চ দুপুরে ঢাকা থেকে ৭১ আরোহী নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।

এতে বিমানের ৫১ আরোহী নিহত হন। উড়োজাহাজে চার ক্রুসহ ৩৬ বাংলাদেশি ছিলেন। এদের ২৬ জনই নিহত হয়েছেন। আহত হন ১০ জন।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা
নিয়োগ দেবে ইউএস-বাংলা, সাপ্তাহিক ছুটি ২ দিন
X
Fresh