• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় পার্টির ওপর বিশ্বের আস্থা নেই : এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

  ২০ অক্টোবর ২০১৬, ১৯:৪৪

আওয়ামী লীগ ও বিএনপির প্রতি জনগণের আর কোনো আস্থা নেই। তাই দেশে যে শূন্যতা, তা পূরণ করতে পারে একমাত্র জাতীয় পার্টি। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রংপুর নগরীর একটি হোটেলে দলের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, চীন প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসে সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেননি, এতে দেশের মানুষ ও বিশ্বে জাতীয় পার্টির ওপর আস্থা নেই বলে মনে হচ্ছে। তাই জাতীয় পার্টিকে মানুষের আস্থা ফেরাতে দলকে সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে আওয়ামী লীগের এককভাবে নির্বাচন করার শক্তি নেই। জাতীয় পার্টি দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল। এ দল পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না।

জাপা প্রধান বলেন, রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। এখানে এর আগে যা উন্নয়ন হয়েছে তা জাতীয় পার্টি ক্ষমতায় থাকার সময়। সরকার যতোই বলুক দেশে দরিদ্রতার হার কমেছে কিন্তু আমি মনে করি বেড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সংসদ সদস্য শওকত আলী।

এসএস/ এস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh