• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

উন্নয়নের বার্তা নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি

  ১৬ মার্চ ২০১৮, ২২:১৮

বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপনসহ উন্নয়নের বার্তা নিয়ে আগামী ২৯ মার্চ ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতোমধ্যে গেলো মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ প্রতিনিধি সভার আয়োজন করে। সভায় এই বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য এসএম কামাল হোসেন।

এর আগে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কার্যালয়েও এই বিষয়ে একটি সভায় অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। চলছে ব্যাপক প্রস্তুতি। ব্যানার-পোস্টারে ছেঁয়ে গেছে ঠাকুরগাঁও শহর। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে ২০০১ সালে ঠাকুরগাঁও সফর করেন শেখ হাসিনা।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা ৩০ এপ্রিল
‌‘হিটস্ট্রোকে’ আওয়ামী লীগ নেতার মৃত্যু
শেরে বাংলার কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী
শেরে বাংলা এ কে ফজলুল হকের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
X
Fresh