• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

কোম্পানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নোয়াখালী প্রতিনিধি

  ১৬ মার্চ ২০১৮, ১২:৫৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাসু বাহিনীর সাবেক প্রধান জলদস্যু ইব্রাহিম মাঝি (৫০) নিহত হয়েছেন।

শুক্রবার ভোর রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের চর আমজাদে এই ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম চট্টগ্রাম সন্দ্বীপের উড়িরচর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মৃত ছেরাজুল হকের ছেলে।

র‌্যাব ৭ এর সিনিয়র এএসপি মিমতানুল আরটিভি অনলাইনকে জানান, চরএলীতে ইব্রাহিম মাঝির নেতৃত্বে একদল দস্যু সংগঠিত হয়েছে এমন খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। এসময় জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এসময় ইব্রাহিমের সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে র‌্যাব।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইব্রহিমের বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ছাড়াও ফেনীর সোনাগাজী থানায় ধর্ষণ, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh