• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঘিওরে বাস খাদে পড়ে নিহত এক, আহত ২০

মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৪ মার্চ ২০১৮, ১২:১৭

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোকা এলাকার ঢাকা-পাটুরিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা পল্লীসেবা পরিবহনের মিনি বাসটি আরিচা ঘাটে যাচ্ছিল। পথিমধ্যে জোকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন।

ঘিওর থানার ওসি রবিউল ইসলাম জানান, নিহত আব্দুস ছালাম (৫৫) জেলার হরিরামপুর উপজেলার মাচাইন গ্রামের মৃত গেন্দু প্রামানিকের ছেলে। আব্দুস ছালাম পেয়াজ ব্যবসায়ী। তিনি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁচামাল আড়ত থেকে পেয়াজ কিনে ওই বাসে চড়ে আরিচা যাচ্ছিল।

তিনি জানান, মানিকগঞ্জ ও ঘিওর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং আহতদের সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ দুর্ঘটনাকবিলত বাস জব্দ করলেও বাসের চালক এবং হেল্পারকে আটক করতে পারেনি।

আরও পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত
X
Fresh