• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিক শিমুল হত্যা: পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০২ মার্চ ২০১৮, ১২:৩৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়াবিল সরকারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম কামাল হোসেন (৩০)। তিনি উপজেলার বাড়াবিল সরকারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, শিমুল হত্যার পর থেকেই পরোয়ানার আসামি কামাল পলাতক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নিজের বাড়ি থেকে কামালকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে এ মামলায় ৩০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে জেলহাজতে রয়েছেন এ মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরু।

এ মামলার আরও সাত আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গেলো বছরের দুই ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে পরদিন মারা যান সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল।

এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন শাহজাদপুর থানায় মামলা করলে দুই মাস তদন্ত শেষে ৩৮ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে গ্রেপ্তার ২৭
রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ২৭
মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
X
Fresh