• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে রেকটিফাইড স্পিরিট পানে ৬ জনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

  ১৫ অক্টোবর ২০১৬, ২১:১৮

রাজশাহীতে পূজার উৎসবে রেকটিফাইড স্পিরিট পান করে গেলো ৩ দিনে অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ১৫ জন।

মৃতরা হলেন, নগরীর কুমারপাড়ার অজিতের ছেলে রতন, হেতেম খাঁ এলাকার কাশিনাথের ছেলে সুখেন, ফুদকীপাড়ার স্বপনের ছেলে দিপজল, রাজাহাতার গোপালের ছেলে শ্রী প্রভাত, মুন্সিডাঙ্গার নাডু এবং ডিঙ্গডোবার মটকু ডোম।

স্থানীয়রা জানায়, বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের র‌্যালীর আগে তারা রেকটিফাইড স্পিরিট পান করেন। এরপর র‌্যালী শেষে একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিক্যাল সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিদের মধ্যে শনিবার সকালে মারা গেছেন রতন। অন্যদের মধ্যে প্রভাত মারা গেছেন বৃহস্পতিবার সকালে এবং শুক্রবাবারে মারা গেছেন ৪ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh