• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঝিনাইদহে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২০

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে শৈলকুপার ব্রাহিমপুরে এ ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উমেদপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সাব্দার হোসেন মোল্লা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে উভয় পক্ষের নেতাকর্মীরা ব্রাহিমপুর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করে। আহতদের মধ্যে পাঁচ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ষষ্ঠ ও সপ্তম স্ত্রীর কাড়াকাড়িতে পালিয়ে বাঁচলেন তরিকুল
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
X
Fresh