• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুর থেকে অপহৃত শিশু কুষ্টিয়ার উদ্ধার, গ্রেপ্তার ২

কুষ্টিয়া প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৪

গাজীপুর থেকে অপহরণের প্রায় দেড় মাস পর শিশু দীপায়নকে কুষ্টিয়ার কুমারখালী থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এসময় অপহরণকারী অভিযোগে আঁখি আক্তার (২৪) ও তার স্বামী এনামুল মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে কুমারখালীর কাঞ্চনপুর গ্রাম থেকে ছয় মাস বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে দুপুরে কুষ্টিয়া পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলার ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, গেলো ৩১ ডিসেম্বর গাজীপুরের মোগরখাল এলাকার ভাড়া বাড়িতে শিশু সন্তান দীপায়নকে পাশের ভাড়াটিয়া আঁখি আক্তারের কাছে রেখে কাজে বের হন পোশাক কারখানা কর্মী দীপ্তি সরকার ও তার স্বামী ইলেকট্রশিয়ান বরুন সরকার।

এর আধাঘণ্টা পর তারা বাড়ি ফিরে দেখেন শিশু সন্তান ও আঁখি কেউই ঘরে নেই।

অনেক খোঁজাখুঁজির পর সন্তানকে না পেয়ে পরদিন গাজীপুরের জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন বরুন।

তিনি আরো জানান, ঘটনাটি তদন্তের দায়িত্ব পাবার প্রায় দেড় মাস পর পিবিআই শিশুটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

পরে আজ সোমবার সকালে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলন শেষে শিশুকে তার নিকটজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

এসএইচ/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
X
Fresh