• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

পুলিশ সোর্সের চোখ উপড়ে ফেললো মাদক ব্যবসায়ীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারভেজ নামে ডিবি পুলিশের এক সোর্সের ডান চোখ উপড়ে দিয়েছে মাদক বিক্রেতারা।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুতুবপুর শরীফবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পারভেজকে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, মাসুদ পারভেজ ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর সোর্স হিসেবে কাজ করে। কয়েক মাস আগে পারভেজের দেয়া তথ্যে কুতুবপুরের চিহ্নিত মাদক বিক্রেতা রহমানের ভাই সজলকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকে মাদক বিক্রেতা রহমান ও তার সহযোগীরা সোর্স পারভেজের উপর ক্ষিপ্ত ছিল। শুক্রবার পারভেজের কাছে তথ্য ছিল যে, আকন গলিতে বড় ধরনের মাদকের চালান আসছে। সংবাদটি জেলা ডিবি পুলিশের এসআই রবি চৌহানকে দিয়েছিল পারভেজ।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

পারভেজ শুক্রবার সকাল থেকে আকন গলিতে অবস্থান করছিল। রাত প্রায় ৮ টার দিকে আকন গলিতে মাদক বিক্রেতা রহমান, এনামুল, আকবর, লিখনসহ ৭/৮ জন পারভেজকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। এক পর্যায়ে পারভেজকে মাটিতে ফেলে ডান চোখ উপড়ে ফেলে মাদক ব্যবসায়ীরা।

পরে আহত পারভেজ ঘটনাস্থল থেকে দৌড়ে শরীফ বাগ পঞ্চায়েত কমিটির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে। সেসময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে রহমান ও তার সহযোগীরা।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রংপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কারও জন্য কিছুই করা হয়ে ওঠে না!
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
X
Fresh