• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে গেলো মেয়ে

ফরিদপুর প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১২

ফরিদপুরের সদরপুরে বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে গেলেন তাহমিনা নামের এক এসএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে বাবা মো. তোফাজ্জেল হোসেন মারা যাওয়ার পর সহপাঠী ও বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় ওই ছাত্রী পরীক্ষায় অংশ নেন।

তাহমিনার বাবার মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়ার পর বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এক শোকের ছায়া নেমে আসে।

পরীক্ষার হলে গিয়ে দেখা যায় ছাত্রীটি এক হাত দিয়ে চোখ মুছছেন অন্য হাত দিয়ে খাতায় লিখছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

আর এই সংবাদ পেয়ে সংশ্লিষ্ট পরীক্ষার সভাপতি সদুপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার ওই শিক্ষার্থীকে সান্ত্বনা দেয়ার জন্য ছুটে যান পরীক্ষার হলে।

এসময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। পূরবী গোলদার আরটিভি অনলাইনকে জানান, তাহমিনা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তাহমিনার বাবা মো. তোফাজ্জেল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের মধ্য বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অবস্থায় মারা যান। এক বছর আগে তার ক্যানসার রোগ ধরা পড়ে।

মৃত্যুকালে তোফাজ্জেল হোসেন দুই কন্যা, এক ছেলে ও স্ত্রী লাইলি বেগমকে রেখে যান। বড় মেয়ে তাহমিনা এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। মেজ ছেলে আজিজুল ইসলাম এলাকার একটি মাদরাসায় পড়াশোনা করছে এবং ছোট মেয়ে লাবনী বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিলেই পুরস্কার
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
ফরিদপুরের দুর্ঘটনার কারণ জানাল তদন্ত কমিটি
X
Fresh