• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্যের ১৪ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর ২০১৬, ২১:৪৫

চাঁপাইনবাবগঞ্জে আব্দুল মুনিব (২৫) নামে জেএমবি সদস্যকে অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুন্যাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মুনিব (২৫) শিবগঞ্জ উপজেলার কয়লারদিয়াড় সন্ন্যাসীপাড়া গ্রামের আজমল হকের ছেলে।

পিপি অ্যাডভোকেট জোবদুল হক জানান, ২০০৯ সালের ১৮ জুন রাতে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল মুনিবকে তার বাড়ি থেকে আটক করে। এসময় তার ঘরে ব্যাগের ভেতর থেকে একটি শুটারগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরের দিন শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করেন।

এসএস / জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh