• ঢাকা বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

নাটোরে সন্তানকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া মায়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি

  ২৮ জানুয়ারি ২০১৮, ২১:১০

নাটোরের লালপুর উপজেলায় তিন মাসের সন্তানকে রক্ষা করতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া মা সালমা খাতুন মারা গেছেন। তিনি উপজেলার বুধপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী।

রোববার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মাহফুজুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি সকালে সালমা সন্তানকে কোলে নিয়ে শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছিলেন। একপর্যায়ে শিশুটি আগুনে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। সন্তানকে রক্ষা করতে গিয়ে তিনি নিজেই অগ্নিদগ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় সালমাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। পরে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন :

কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনবান্ধব সরকারের আইনবান্ধব প্রশাসন, মৎস্যজীবীদের ক্ষতি ৬৬ লাখ টাকা!
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বড়াইগ্রামের আগুনে পুড়ল ৫০ বিঘা জমির বরজ
নাটোরের তিন উপজেলায় বিজয়ী যারা
X
Fresh