• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় বাড়ির সামনে কৃষককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ২৭ জানুয়ারি ২০১৮, ১৭:৫৪

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চুয়াডাঙ্গায় এক কৃষককে বাড়ির সামনেই কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আশরাফ উদ্দিন। তিনি ওই গ্রামের মৃত আতর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন থেকে আশরাফ উদ্দিনের সঙ্গে একই গ্রামের মকছেদ মণ্ডলের ছেলে ইকরামুল হক, মন্টু হক, ঝন্টু হক এবং নুরনগর গ্রামের আলা মোল্লার ছেলে রসুলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে আজ বিকেল তিনটার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আশরাফ উদ্দিনকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক আরটিভি অনলাইনকে জানান, ঘটনাস্থল থেকে কৃষক আশরাফ উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা আত্মগোপন করেছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh