• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ আহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ২৬ জানুয়ারি ২০১৮, ১৫:৫৮

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এসময় পুলিশের তালিকাভুক্ত ডাকাত বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়েছেন।

এছাড়া পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল মোক্তার হোসেন।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার ভোররাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ইবি উপাচার্যের ওপর হামলা,গাড়ি ভাংচুর
------------------------------------------------------

বেলজিয়াম সুমন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার মধ্য রাতে নানার বাড়ি থেকে ফেরার পথে একটি দোকান থেকে পুলিশ তাকে আটক করে। পরে তার পায়ে গুলি করে হাসপাতালে নিয়ে আসে।

তবে এ অভিযোগ অস্বীকার করে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল আরটিভি অনলাইনকে জানান, বিনোদপুর গ্রামে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় টহলরত পুলিশকে দেখে ডাকাতরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh