• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনকালীন সরকার কোনো পলিসি ডিসিশন নেবে না: আইনমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

  ২৫ জানুয়ারি ২০১৮, ১৫:২৪

নির্বাচনকালীন সরকারের কাছে নির্বাচন কমিশন যেসব সহযোগিতা চাইবে, সেইসব সহযোগিতা দেবে। এসময় মন্ত্রীপরিষদ ছোট করা হবে। কোনো পলিসি ডিসিশন নেয়া হবে না। বললেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা দায়রা জজ আদালত ভবনের সম্প্রসারিত ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক আরো বলেন, বিএনপির সহায়ক সরকার কী হবে সেটা ওনারা এখনো বলেননি। আমি এ বিষয়ে কোনো কথা বলবো না।

সাতক্ষীরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনের ফলক উন্মোচন ও দোয়া অনুষ্ঠানের পর বিচার বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে আলোচনা সভায় মন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মুস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ, মো. আজহারুল হক, উপ-সচিব মাহবুবুল আলম প্রমুখ।

৬৫ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ১০তলাবিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি নির্মাণ করা হয়।

আরও পড়ুন

জেবি/জেইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে ২৫ মার্চের মধ্যে সিদ্ধান্ত’
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
অগ্নিকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তির আশ্বাস আইনমন্ত্রীর
সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেই : আনিসুল ইসলাম মাহমুদ
X
Fresh