• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টাম্পাকোর উদ্ধার অভিযান শেষ

আরটিভি অনলাইন রিপোর্ট, গাজীপুর

  ১০ অক্টোবর ২০১৬, ১৫:৩৬

টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার অভিযান শেষ হলো।

সোমবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম প্রেসব্রিফিং করে এ কাজের সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, গাজীপুর সিটি মেয়র, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ধ্বংসস্তুপ অপসারণ ও উদ্ধার কাজে নিয়োজিত বিভাগের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে, টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তুপ থেকে আর কোনো মরদেহ পাওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া বাকি ধ্বংসাবশেষ কারখানা কর্তৃপক্ষ নিজেরাই অপসারণ করবেন।

তিনি জানান, এক মাস ধরে চলা উদ্ধার অভিযানে ৩৯টি মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়। ৮টি মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে রয়েছে। ডিএনএ পরীক্ষায় সনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, উদ্ধার কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থার কর্মীরা কারখানার ধ্বংসাবশেষে তন্নতন্ন করে খোঁজ করেছেন।

টঙ্গীর বিসিক নগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় ১০ সেপ্টেম্বর ভোরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার মালিককে প্রধান আসামি করে টঙ্গী মডেল থানায় এ পর্যন্ত দুটি হত্যা মামলা করা হয়েছে।

এসএস / এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh