• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

আইভীকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি সহস্রাধিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৩ জানুয়ারি ২০১৮, ১২:০৯

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ এনে নিয়াজুল ও শাহ নিজামসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১ হাজার জনের নামে মামলার আবেদন করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যুতে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় আজ (২৩ জানুয়ারি) মঙ্গলবার সকালে সদর থানায় সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জিএম সাত্তার মামলার আবেদন করেন।

নারায়ণগঞ্জের এসপি মঈনুল হক বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে জানান, ১৬ জানুয়ারি হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যাচেষ্টার অভিযোগে নিয়াজুল ও শাহ নিজাম ও ৯ জনের নাম উল্লেখ করে সদর থানায় অজ্ঞাত আরো ১ হাজার জনের নামে মামলার আবেদন দাখিল করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আইভীকে পরিকল্পিতভাবে হত্যার জন্যই লাঠিসোটা ও অস্ত্র নিয়ে হামলা করা হয়।

থানা সূত্রে জানা গেছে, অভিযোগ থানায় দাখিল করা হলেও এখনও তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি হকার বসানো নিয়ে চাষাঢ়ায় সায়াম প্লাজার সামনে সংঘর্ষে সিটি মেয়র আইভীসহ অন্তত অর্ধশত আহত হন। সেদিন মানবঢাল তৈরি করে আইভীকে রক্ষা করতে দেখা যায়। এর দুইদিন পর আইভী স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব অভিযোগে মামলা হচ্ছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে
যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে বন্দুক হামলায় ৪ পুলিশ নিহত
২২ বছর পর হত্যা মামলার রায়, ১৯ আসামিকে যাবজ্জীবন
হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি
X
Fresh