• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চসিকে ২ হাজার কোটি টাকার বাজেট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ অক্টোবর ২০১৬, ২০:০৩

২০১৬-১৭ অর্থবছরের জন্য ২ হাজার ২শ’ ২৫ কোটি ৬৭ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

রোববার দুপুরে সিটি করপোরেশন মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ ১ হাজার ১শ’ ২১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

মেয়র জানান, প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে ১ হাজার ১শ’ ৯৭ কোটি ৪২ লাখ টাকা। আর উন্নয়ন অনুদান ৯শ’৮৫ কোটি ১০ লাখ টাকা।

তিনি জানান, চট্টগ্রাম নগরীকে আধুনিক, ক্লিন ও গ্রীন সিটিতে রূপান্তরের প্রত্যয়ে প্রস্তাবিত বাজেট সাজানো হয়েছে।

নগরীর যানজট নিরসন, বাস-ট্রাক টার্মিনাল স্থাপন ও কালুরঘাটে গার্মেন্টস পল্লীস্থাপনসহ ৩৬টি পরিকল্পনার কথা জানানো হয় এসময়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh