• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আহতদের দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী

সিলেট প্রতিনিধি

  ১৯ জানুয়ারি ২০১৮, ১৮:৫৮

সিলেটে নিজ গাড়ির ধাক্কায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আহতদের দেখতে তিনি শুক্রবার বিকেলে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। চিকিৎসা দিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এসময় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।

শুক্রবার বেলা ২টার দিকে নগরীর সোনারপাড়া মসজিদ সংলগ্ন সড়কে অর্থমন্ত্রীর গাড়ি ব্রেকফেল করে। গাড়িটি সামনে থাকা কয়েকজনকে ধাক্কা দেয়। এতে আহত হন ১৫ জন। তবে এসময় অর্থমন্ত্রী গাড়িতে ছিলেন না। পরে আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা নাসির। এদের মধ্যে কবিরুল ইসলাম কবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। এছাড়া আহতদের মধ্যে কয়েকজন পথচারীও রয়েছেন।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh