• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

দস্যুদের উৎসাহ প্রদানকারী ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৮, ১৬:৫২

দস্যুদের উৎসাহ প্রদানকারীরা ছাড় পাবে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বরিশালের র‌্যাব-৮ এর কার্যালয়ে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যারা দস্যুতা করছেন তারা ফিরে এলে ছাড় পাবে। দস্যুতা করলে কেউ ছাড়ে পাবে না। আমরা দস্যুতার শেকড় উপড়ে ফেলব। আমাদের বাহিনী খুবই মজবুত।

তিনি বলেন, সারাদেশের মানুষ সুন্দরবন দেখতে আসে। পাশাপাশি এই এলাকার মৎস্যজীবীরা কাজ করে। তাদের জানমালের নিরাপত্তায় প্রশাসন কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। জলদস্যু, বনদস্যু ও জঙ্গি দমনে কাজ করছে তারা। পুলিশ আর আগের পুলিশ নয়। পুলিশ পেশাদারী নিয়ে যেকোনো ঝুঁকি নিয়ে কাজ করতে পারে। তাই তাদের আমরা সমৃদ্ধ করে যাচ্ছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

এসময় সুন্দরবনের জলদস্যু ‘বড় ভাই’, ‘ভাই ভাই’ ও ‘সুমন বাহিনীর’ প্রধানসহ ৩৮ জন সদস্য আত্মসমর্পণ করেন। তারা ৩৮টি আগ্নেয়াস্ত্র এবং দুই হাজার ৯৬৯ রাউন্ড গোলাবারুদ জমা দেন। আত্মসমর্পণকারীরা সবাই খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

এমসি/কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশেও করা হবে উন্মুক্ত কারাগার’
রোববার দেশের পথে রওনা হচ্ছে এমভি আবদুল্লাহ 
যেভাবে দেশে ফিরবেন ২৩ নাবিক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিপজল-মিশা
X
Fresh