• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দেশ আজ উপচে ভরা ঝুড়িতে পরিণত হয়েছে: এলজিআরডিমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০১৮, ২২:৫৬

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে উপচে ভরা ঝুড়িতে পরিণত হয়েছে। এখন উন্নয়নের শিখরে যাচ্ছে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উন্নয়ন মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এলজিআরডিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিবেচিত হচ্ছে উন্নয়নের রোল মডেল হিসেবে।

বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ দুনিয়ার যত আন্তর্জাতিক সংস্থা আছে তারা সবাই উন্নয়নের কথা উঠলেই দেখিয়ে দেয় শেখ হাসিনা এবং বাংলাদেশকে।

ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোর্শারফ আলী প্রমুখ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি’
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
X
Fresh