• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুর পৌরসভা-আমদহ ইউপি নির্বাচন স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ অক্টোবর ২০১৬, ১৬:২০

মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী তফসিল স্থগিত করলো নির্বাচন কমিশন।

হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তাকে এ সংক্রান্ত চিঠি দেয় নির্বাচন কমিশন সচিবালয়।

মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও মেহেরপুর পৌরসভা নির্বাচন রিটার্নিং অফিসার নোয়াবুল ইসলাম জানান, সন্ধ্যায় মেহেরপুর পৌরসভার নির্বাচনী তফসিল স্থগিতের নির্দেশনা আসে। পরে আমদহ ইউপির নির্বাচনী তফসিল স্থগিতের জন্যও নির্বাচন কমিশন থেকে নির্দেশনা আসে। আসছে ৩১ অক্টোবর মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা তা দাখিল করেছিলেন।

তফসিল স্থগিতের নির্দেশের পর প্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা যায়। তবে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে গেলো বছর আমদহ ইউনিয়নের একজন হাইকোর্টে রিট করেছিলেন। এ কারণে দেশের বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হলেও মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউপি বাদ ছিল।

গেলো সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। সীমানা সংক্রান্ত জটিলতার ওই রিটের আদেশে তফসিল স্থগিত হতে পারে বলে ধারণা করছেন জেলা নির্বাচন অফিসার।

এসএস/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh