• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ৩১ ডিসেম্বর ২০১৭, ১৬:১৭

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে চারটি জেহাদি বই, দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি টর্চ লাইট, একটি গ্যাস লাইটার, জাতীয় পরিচয়পত্র ও পানির বোতল জব্দ করা হয়েছে।

শনিবার রাত তিনটার দিকে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধোবরা মতিবাজার গ্রামের মৃত নেফাউর রহমানের ছেলে আজিবুল হক (৫৩), ধোবরা গ্রামের সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও লক্ষ্মীপুরের মোবারকপুর গ্রামের আয়নাল হকের ছেলে তাজামুল হক (৪৬)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, শনিবার রাত তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকআলমপুর-কালিনগর এলাকার কামারদহ ছোট সাঁকো সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালায় র‌্যাব। এসময় গোপন বৈঠক থেকে আজিবুল হক ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুরের মোবারকপুর গ্রামে পলাতক জঙ্গি মো. তাজামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে ৫ জেএমবি সদস্যের কারাদণ্ড
X
Fresh