• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আপেলের কেজি ১৩ টাকা!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ডিসেম্বর ২০১৭, ১২:১০

আপেলের কেজি ১৩ টাকা। বিষয়টি শুনে অবাক হলেও এমনটি ঘটেছে চট্টগ্রাম বন্দর নগরীতে।

বন্দর নগরী চট্টগ্রামে কনটেইনারে থাকা ২৩ হাজার কেজি আপেল নিলামে সর্বোচ্চ দাম ওঠেছে ৩ লাখ ২০ হাজার টাকা। ফলে কেজি প্রতি আপেলের মূল্য ঠেকেছে ১৩ টাকা ৩৩ পয়সা।

এছাড়া ৬৯ হাজার কেজি আদার দাম নিলামে হাঁকা হয়েছে ১ লাখ ৮০ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা। ফলে গড় দাম পড়েছে প্রায় ৯ টাকা!

সোমবার চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় অবস্থিত কাস্টমস নিলাম কেন্দ্রে প্রকাশ্যে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৪৫ জন ব্যবসায়ী অংশ গ্রহণ করলেও দর হাঁকিয়েছেন মাত্র ৮ জন। তবে দাম অস্বাভাবিক কম হওয়ায় বিক্রির অনুমোদন দেয়নি কাস্টমস কর্তৃপক্ষ।

নিলামে ওঠা আপেল ও আদা ভর্তি ওই চার কনটেইনার গেল অক্টোবরে আমদানি করেছিল চারটি প্রতিষ্ঠান। চার কনটেইনারের মধ্যে একটিতে ২৩ হাজার কেজি আপেল ছিল। বাকি তিন কনটেইনারে ২৩ হাজার কেজি করে মোট ৬৯ হাজার কেজি আদা ছিল।

এদিকে কাস্টমস কর্তৃপক্ষ আপেল বিক্রির জন্য ২০ লাখ টাকা সংরক্ষিত মূল্য নির্ধারণ করেছিল। তবে দর ওঠেছে মাত্র ৩ লাখ ২০ হাজার টাকা। এছাড়া আদার সংরক্ষিত মূল্য ছিল ১৫ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে কনটেইনারভেদে সর্বোচ্চ দর পড়েছে ১ লাখ ৮০ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা। ফলে আদার গড় দাম পড়েছে কেজি প্রতি প্রায় ৯ টাকা।

জানা যায়, নিলামে ওঠা দামে এসব পণ্য বিক্রি করা হবে কি না তা নিলাম কমিটি সিদ্ধান্ত নেবে। যদি এ দামে বিক্রির অনুমোদন না হয় তাহলে পুনরায় নিলাম অনুষ্ঠিত হবে।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওজন কমাবে ফাইবার সমৃদ্ধ এই ৫ খাবার
একাধিক পদে চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ
দেশ বিক্রির চুক্তি আমরা করিনি, করবও না : নৌপ্রতিমন্ত্রী
X
Fresh