• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ০৩ অক্টোবর ২০১৬, ১৪:০২

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের উত্তর রেলগেট থেকে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার রাতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন নওদা পাড়ার একে আজাদ জোয়ারদার ছেলে সৈকত জোয়ারদার সালুক (৩০), কাঠেরপুলের আলতাফ হোসেন ছেলে হাসানুজ্জামান বাবু (৩৫), পূর্ব ভেড়ামারার কফিল উদ্দীন মালিথার ছেলে হাসান আলী (৪০), নওদাপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে হাফিজুর রহমান (৩৬) ও সামসুল হকের ছেলে মোশারফ হোসেন (৩০)।

র‌্যাব কুষ্টিয়া ইউনিটের কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, গোপন সংবাদে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ওয়ান শুটার গান, দু’টি কালো প্লাস্টিকের খেলনা পিস্তল, হাসুয়া, চাপাতি, ৫টি মোবাইল সেট ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করেছিলেন। কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অনেকদিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh