• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মন্ত্রী ছায়েদুল হকের মরদেহ নাসিরনগরে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৭ ডিসেম্বর ২০১৭, ১২:৪৬

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মরদেহ নাসিরনগরে নেয়া হয়েছে।

রোববার দুপুর ১২টার একটু পরে ছায়েদুল হকের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি নাসিরনগর ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে।

এসময় মন্ত্রীর মরদেহ গ্রহণ করেন আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি উবায়দুল মোকতাদির চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এর আগে রোববার সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদ ছায়েদুল হকের প্রথম জানাজা সম্পন্ন হয়। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্য, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য এবং আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।

পরে ছায়েদুল হকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের পক্ষ থেকেও নেতাকর্মীদের নিয়ে প্রয়াত এই নেতার কফিনে ফুল দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান ছায়েদুল হক। তিনি দীর্ঘদিন ধরে জ্বর, ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। গেলো ১৬ সেপ্টেম্বর তিনি অসুস্থতা নিয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh