• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় ভূমিমন্ত্রীর ছেলে কারাগারে

পাবনা প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:২২

পাবনায় সাংবাদিক পেটানোর মামলায় ভূমিমন্ত্রীর ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে পাবনার আমলী আদালত-১ এ হাজির হয়ে জামিন আবেদন করেন ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল। আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর পাবনার রূপপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভূমিমন্ত্রীর ছেলে ও তার ক্যাডারবাহিনীর হামলায় আহত হন সময় টিভি’র পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজ’র প্রতিনিধি রিজভী জয়, ডিবিসি নিউজের প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরাপারসন মিলন হোসেন।

এ ঘটনায় ডিবিসির পাবনা প্রতিনিধি পার্থ হাসান বাদী হয়ে গত ৩০ নভেম্বর ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে প্রধান আসামি করে অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন।

পি/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh