• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফসলের মাঠে নারীদের যেতে মানা, ইমামসহ আটক ৩

কুষ্টিয়া প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর ২০১৭, ১৫:০৬

নারীরা বাড়ির বাইরে মাঠে কাজ করতে যেতে পারবে না-কুমারখালী উপজেলার কল্যাণপুর জামে মসজিদের মাইকে এমন ফতোয়া জারি করার অপরাধে ওই মসজিদের ইমামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন মসজিদের ইমাম আবু মুসা, মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মসজিদের ইমাম আবু মুসা পুলিশকে জানান, কল্যাণপুর গ্রামে মাঠের ফসল তছরুফ হচ্ছে। আর এর সঙ্গে যুক্ত গ্রামের বেশ কিছু নারী। তাই সোমবার মসজিদের মাইকে ফসলের ক্ষেতে না যেতে নারীদের ফতোয়া দেয়া হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, মাইকে ফতোয়া জারির পর থেকে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছে। বড় ধরনের সামাজিক দাঙ্গা থামাতে পুলিশ গতকাল মঙ্গলবার বিকেলে মসজিদের ইমাম, সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে।

এদিকে নারীদের প্রতি ফতোয়া জারির বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, এমন ফতোয়া কখনোই গ্রহণযোগ্য নয়।

কুমারখালী উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক বেগম রওশনারা নিলা ফতোয়াকারীদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন।

জেলা পুলিশ সুপার জানান, ফতোয়া জারির সঙ্গে আরো যারা জড়িত আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়েই চলছে নারী নির্যাতন
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
X
Fresh