• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কণ্ঠশিল্পী মমতাজের ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর ২০১৭, ০৯:১০

মানিকগঞ্জের সিঙ্গাইরে স্কুলছাত্রী ঝুমা নিহতের ঘটনায় সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ভাইসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ ঝুমার বাবা রিয়াজুল শেখ বাদী হয়ে এ মামলা করেন। অভিযোগটি আমলে নিয়ে সিঙ্গাইর থানাকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক শাকিল আহম্মেদ।

মামলার অপর আসামিরা হলেন এবারতের স্ত্রী ফরিদা পারভীন (৪৮) এবং ছেলে ফিরোজ (২৪)।

মামলায় তিনি উল্লেখ করেন, সিঙ্গাইর উপজেলার ধল্লা গ্রামের রিয়াজুল হকের মেয়ে ঝুমা আক্তার। তার মা কাঞ্চন মালা বিদেশে থাকেন। বাবা দ্বিতীয় বিয়ে করায় ঝুমা আক্তার প্রায় তিন বছর ধরে জয়মন্টপের এবারত হোসেনের বাসায় আশ্রিত হিসাবে থাকেন। ঝুমা এই বাড়ির ছোট খাট কাজের পাশাপাশি স্কুলেও লেখাপড়া করে। গত পিএসসি পরীক্ষায় সে অংশ নিয়েছে।

মামলায় ঝুমার পিতা অভিযোগ করেন, এবারত হোসেন আসামি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের বড় ভাই হওয়ায় তিনি আইনের তোয়াক্কা না করে তার স্ত্রী ও ছেলে মিলে এলাকায় অনেক অপকর্ম করে আসছেন। ঝুমাকে পাশবিক নির্যাতনে বাধ্য করতে চেষ্টা করে তারা। তাকে কোনভাবে অপকর্মে লিপ্ত না করতে পেরে তারা পরস্পরের যোগসাজশে ঝুমাকে হত্যা করে এবং এই ঘটনাকে আড়াল করতে তার গলায় কাপড় পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখে।

এছাড়া ঘটনার পর ফরিদা বেগম ও ফিরোজ বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় হত্যাকাণ্ডের বিষয়টি আরও বেশি করে স্পষ্ট হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই ঘটনাটি হত্যা না আত্মহত্যা জানা যাবে। এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।

গেলো শুক্রবার (৮ ডিসেম্বর) ইবারত হোসেনের কলেজ পড়ুয়া ছেলে ফিরোজের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঝুমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপি নেতা কারাগারে
X
Fresh