• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি

  ১০ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৮

পূর্ব শত্রুতার জের ধরে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক মুদি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে। শনিবার রাতে উপজেলার ভোজেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম লিয়াকত আলী ছৈয়াল (৩৫)। তিনি উপজেলার কাপাশপাড়া গ্রামের মোহাম্মদ ছৈয়ালের ছেলে এবং ভোজেশ্বর বাজারের মুদি ব্যবসায়ী। আটকরা হলেন আবুল হাসেম ছৈয়াল ও সামসুল হক সরদার।

নিহতের ভাই কায়সার ছৈয়াল আরটিভি অনলাইনকে জানান, লিয়াকতের সঙ্গে ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে একই গ্রামের মান্নান সরদার, আক্কাছ ছৈয়াল ও ফিরোজ ছৈয়ালদের বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে শনিবার রাত সাড়ে আটটার দিকে দোকান থেকে বাসায় ফেরার সময় মশুরা গ্রামের সাত্তার করাতির বাড়ির নিকট পৌঁছালে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লিয়াকতের ডান পা কেটে ফেলে।

এসময় তার চিৎকারে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসাপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন পোদ্দার তাকে মৃত ঘোষণা করে বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের মা ফিরোজা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে নড়িয়া থানায় একটি মামলা করেন।

লিয়াকত ছৈয়ালের স্ত্রী শিল্পী বেগম আরটিভি অনলাইনকে বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামীর সঙ্গে একই গ্রামের মান্নান সরদার, আক্কাছ ছৈয়াল ও ফিরোজ ছৈয়ালদের বিরোধ চলে অসছিল।

তারাই আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন হত্যার ঘটনা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
X
Fresh