• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

৪ ঘণ্টা চেষ্টায় বেনাপোলের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
  ০২ অক্টোবর ২০১৬, ১১:১৮

৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বেনাপোলের পণ্য গুদামের আগুন। বাংলাদেশ ও ভারতের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

রোববার ভোরে স্থলবন্দরের গুদামের ২৩ শেডে আগুনের সূত্রপাত হয়। পরে তা ২৪ নম্বর শেডে ও বেনাপোল পোর্ট থানা ভবনে ছড়িয়ে পড়ে।

বন্দরের কর্তৃপক্ষ জানায়, ওই গুদামে পাঁচমিশালি পণ্য ছিল। এগুলোর মধ্যে প্রসাধন ও রাসায়নিক সামগ্রী বেশি ছিল। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রথমে ফায়ার সার্ভিসের বেনাপোল, ঝিকরগাছা ও যশোরের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে যোগ দেয় ভারতের ফায়ার সার্ভিস।

ঘটনাস্থল ঘুরে দেখেছেন প্রশাসনের কর্মকর্তারা।

বাংলাদেশ-ভারতের বাণিজ্যের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ বেনাপোল স্থলবন্দর দিয়ে হয়ে থাকে। বছরে প্রায় ১২ লাখ পাসপোর্টধারী যাত্রী ও দেড় লাখ ট্রাক পণ্য নিয়ে এ স্থলবন্দর দিয়ে যাতায়াত করে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh