• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

পাবনায় দুই পক্ষের সংঘর্ষ, ভাংচুর

পাবনা সংবাদদাতা

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১৬:০০

পাবনার ফরিদপুরে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছেন। এসময় ৬টি বাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বিলচান্দক গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল আলম জানান, কয়েকবছর আগে গ্রামের প্রভাবশালী আজগর আলীর ছেলে রুহুল আমিন, জব্বার আলীর ছেলে আনসার আলী আকন্দ (লালু), মৃত আবজাল আলীর ছেলে হাতেম আলী মাস্টার গ্রামের মণ্ডলগোষ্ঠীর জমি দখল করে নেয়। সেসময় সংঘর্ষ বাধে। ওই সময় মণ্ডল পরিবারে লুটপাট ও অগ্নিসংযোগ করে তারা।

এঘটনায় মামলা হয়। আদালতের রায়ে ভুক্তভোগীরা জমি ফিরে পায়। সম্প্রতি ওই জমির দখল নিতে গেলে প্রভাবশালীরা মণ্ডলগোষ্ঠীকে বাধা দেয়। যার জের ধরে সম্প্রতি মসজিদ কমিটির সদস্য রহমত আলী ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দেয় তারা।

এনিয়ে মণ্ডলগোষ্ঠীর লোকজন প্রতিবাদ করতে গেলে প্রভাবশালীরা হামলা করে। এতে কয়েকজন আহত হন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

বনওয়ারীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার রায় বলেন, উপজেলার বিলচান্দক গ্রাম থেকে আসা চারজন রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমন পৈশাচিকতা আগে কখনও দেখেনি আগুয়াবাসী
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৪ 
বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশত
X
Fresh