• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অভিনব পদ্ধতিতে ইয়াবা পাচারে দুই যুবতি

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৫১

নগরীতে ৪ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এদের মধ্যে দুজন নারী আছেন, যারা পায়ের সঙ্গে ইয়াবার প্যাকেট বেঁধে টেকনাফ থেকে গোপালগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাদের নগরীর স্টেশন রোড থেকে গ্রেপ্তার করা হয়।

চারজনের মধ্যে দুই নারী হলেন ফরিদপুরের নূপুর ওরফে শ্রাবণী (২৫) ও টেকনাফের আনোয়ারা বেগম (৪৫)। বাকি দুইজন হলেন গোপালগঞ্জের ফখরুল গাজী (৪৪) ও সমীর মালো (৩৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ বলেন, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ট্রেনে করে ঢাকা হয়ে তিনজনের গোপালগঞ্জ যাবার কথা ছিল।

`আনোয়ারা এসেছিলেন ইয়াবাগুলো বুঝিয়ে দিতে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা চারজনকে আটক করি।‘

এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

জেবি/এসআর

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 
গাঁজাগাছ-ইয়াবাসহ আটক ২
X
Fresh