• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাতিল ১৮ জনের মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ

রংপুর প্রতিনিধি

  ৩০ নভেম্বর ২০১৭, ২২:৩৯

রংপুর সিটি করপোরেশন(রসিক) নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া ১৮ জনের মধ্যে সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

দুই দিনব্যাপী আপিল শুনানি শেষে বৃহস্পতিবার একজন মেয়র, চারজন সাধারণ কাউন্সিলর এবং দুইজন সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীর মনোনয়নের বৈধতা ঘোষণা করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ১৭ জন বিভাগীয় কমিশনার বরাবর আপিল আবেদন করেন।

বিএনপির দলীয় মনোনয়ন প্রার্থী কাওসার জামান বাবলার মনোনয়নপত্র বাছাইকালে বৈধ হলেও ঋণ খেলাপির অভিযোগ এনে তার মনোনয়ন বাতিল চেয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপিল করে। শুনানি শেষে ব্যাংকটির আপিল খারিজ করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

গত ২৬ নভেম্বর মনোনয়নপত্র জমাদানকারী সাবেক জাপা নেতা ও রংপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রউফ মানিক, মেহেদী হাসান বনি, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, শামীম রায়হান, আঞ্জুম আরা সুইটি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুসহ ১২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

আগামী ৩ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৪ ডিসেম্বর। ভোট অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh