• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কবিকে সমাহিত করতে কুড়িগ্রামে চলছে প্রস্তুতি

আরটিভি অনলাইন রিপোর্ট

কুড়িগ্রাম

  ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৬

সব্যসাচী লেখক কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হককে সমাহিত করতে তার জন্মস্থান কুড়িগ্রামে বুধবার সকাল থেকে প্রস্তুতি চলছে। কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে গেটের ডান দিকে তাকে সমাহিত করা হবে।

মঙ্গলবার রাত থেকে জেলা প্রশাসনের তত্বাবধানে কুড়িগ্রাম পৌরসভা কবির দাফন সম্পন্ন কারার কাজ করছে। বিকেলে তার মরদেহ হেলিকপ্টারে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নেয়া হবে। তাকে শেষ শ্রদ্ধা জানাবেন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলার সর্বস্তরের মানুষ। বিকেল ৪টায় কলেজ মাঠেই তার জানাজা শেষে দাফন করা হবে। এ কৃতি সন্তানের মৃত্যুর খবরে জন্মভূমি কুড়িগ্রামে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে।

লেখক সৈয়দ শামসুল হকের জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর। ১৯২৮ সালে তৎকালীন এমএলএ কাজী এমদাদুল হকের আমন্ত্রণে তার বাবা ডাঃ সৈয়দ সিদ্দিক হোসাইন সিরাজগঞ্জের বেলকুচি থেকে কুড়িগ্রামে এসে এখানকার মানুষকে চিকিৎসা সেবা দেন এবং এখানে বসবাস শুরু করেন।

সৈয়দ শামসুল হক নবম শ্রেণি পর্যন্ত কুড়িগ্রাম শহরের রিভারভিউ হাই স্কুলে পড়াশুনা করেন। এরপর তিনি ঢাকায় চলে আসেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh