• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাস্তায় পাকা দেয়াল নির্মাণ করে তিন পরিবারকে গৃহবন্দি

হবিগঞ্জ প্রতিনিধি

  ২৬ নভেম্বর ২০১৭, ১৫:২৩

হবিগঞ্জে জোর করে জায়গা দখলের জন্য রাস্তায় পাকা দেয়াল নির্মাণ করে তিনটি পরিবারকে গৃহবন্দি করে রেখেছে পাশের বাড়ির প্রভাবশালী সামছুদোহা নামের এক ব্যক্তি।

যৌথ রাস্তাটি বন্ধ হওয়ায় মানবেতর জীবন-যাপন করছে অসহায় পরিবারগুলো।

হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের আয়াত আলী ও তার তিনভাই প্রায় ৪০ বছর ধরে বসবাস করছে নিজ বাড়িতে।

কিন্তু পাশের বাড়ির প্রভাবশালী সামছুদোহা আশপাশের সব জায়গার মালিক হওয়ায় ওই বাড়িগুলো ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেন।

এতে রাজি না হওয়ায় সামছুদোহা ও ফাহিম মিয়া চলাচলের একমাত্র রাস্তাটিতে দেয়াল নির্মাণ করে তা বন্ধ করে দেন।

ফলে বাড়ি থেকে বের হতে পারছে না তিনটি পরিবারের মানুষ।

এ বিষয়ে এলাকাবাসী জানান, গ্রামের ওই রাস্তাটি সামছুদোহার জমির ওপর দিয়ে যাওয়ায় এর সুযোগ নিয়েছেন তিনি।

গ্রাম্য সালিশে রাস্তাটি খুলে দেয়ার জন্য বলা হলেও সামছুদোহা জোর করে দখল করে রাখেন।

এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, প্রশাসন যেন মানবিক দিক বিবেচনা করে রাস্তাটি উন্মুক্ত করার পদক্ষেপ নেন।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh