• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গোদাগাড়ীর মাদারপুর চরে ১৪৪ ধারা

রাজশাহী প্রতিনিধি

  ২৬ নভেম্বর ২০১৭, ১০:১১

রাজশাহীর গোদাগাড়ীর মাদারপুর চরে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রোববার সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শনিবার রাত ১০টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ এটি জারি করেছেন।

রাজশাহী গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, রোববার সকাল ১০টায় মাদারপুর চরের একই স্থানে গোদাগাড়ী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম বাবু গ্রুপের ‘মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট’ এবং সরকার দলীয় এমপি ওমর ফারুক চৌধুরীর গ্রুপের ‘শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ আহ্বান করে। পাল্টাপাল্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

তিনি আরো জানান, বিষয়টি জানতে পেরে দুই পক্ষের মধ্যে সমঝোতা করার চেষ্টা করেন ইউএনও জাহিদ নেওয়াজ। কিন্তু সমঝোতা না হওয়ায় শনিবার রাত ১০টায় সেখানে ১৪৪ ধারা জারি করেন তিনি।

হিপজুর আলম মুন্সি জানান, রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই স্থানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আর এটি জানিয়ে এলাকায় মাইকিংও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এসএস/এ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ছাতকে ১৪৪ ধারা জারি 
বিক্ষোভের ডাকে ১৪৪ ধারা জারি পাকিস্তানে
পাকিস্তানে ১৪৪ ধারা জারি
ঝিনাইদহে দুই স্থানে ১৪৪ ধারা জারি
X
Fresh