• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফের শ্রমবাজারে রোহিঙ্গারা, বিপাকে স্থানীয় শ্রমিকরা

টেকনাফ প্রতিনিধি

  ২৪ নভেম্বর ২০১৭, ২২:৩০

টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গায় কাজ করতে দেখা গেছে রোহিঙ্গাদের। কম মজুরি দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন স্থানীয় সুবিধাভোগীরা। এতে বিপাকে পড়েছেন স্থানীয় শ্রমিকরা।

শুক্রবার বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছিব্রিজে সরেজমিনে ঘুরে দেখা গেছে, অর্ধ শতাধিক রোহিঙ্গা মাটি কাটার কাজ শেষে ক্যাম্পে ফেরার প্রস্তুতি নিচ্ছে।

রোহিঙ্গা হোছন মাঝির নেতৃত্বে মাটি কাটতে আসা মকতুল হোছনের ছেলে খলিল(৫৪), ইমাম হোছনের ছেলে আবদুচ্ছালাম(২৫), সুনা মিয়ার ছেলে জিয়াবুল হক(২৭), উলা মিয়ার ছেলে হোছন আহমদ(১৯), নুরুল বশরের ছেলে আবুল কালাম(২২), হোছন আহমদের ছেলে আমির হোছন মাঝি(৩০), মো. রফিকের ছেলে শাহ কামাল(২৪), মো. রশিদের ছেলে মো. ছলিম(২৫), আবুল হোছনের ছেলে নুরুল আমিন(৩০), হোছন আহমদের ছেলে ফরিদ আহমদ(২৪), ছৈয়দ হোছনের ছেলে শাহজাহানসহ(৩০) অর্ধশতাধিক রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরার জন্য টমটম গাড়িতে উঠতে দেখা যায়।

দৈনিক মাত্র ৩০০ টাকায় মাটি কাটার জন্য এক ব্যক্তির কাছে এসেছিলেন বলে জানান তারা। তাদের কয়েকজনের গলায় ছবিযুক্ত রোহিঙ্গার পরিচয়পত্র ঝুলছিল।

স্থানীয়রা জানান, তাদের নাকের ডগায় প্রতিনিয়ত রোহিঙ্গারা এদিক-ওদিক বিচরণ করলেও তাদের প্রতি রোহিঙ্গা নিয়ন্ত্রণ ইউনিটের কোন মাথা ব্যথা নেই।

হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ নেতা মো. রফিক, মৎস্য ও কাঁকড়া ব্যবসায়ী জাফর আলম, কাঁকড়া ব্যবসায়ী ইউনুস জানান, স্থানীয় শ্রমিকরা কাজ পাচ্ছে না। অথচ রোহিঙ্গারা সকল প্রকার সুযোগ-সুবিধা পাওয়া সত্ত্বেও কম দামে স্থানীয় শ্রমবাজারে নেমে পড়েছে।

তারা জানান, বিনা বাধায় রোহিঙ্গারা কাজ করে যাচ্ছে। লক্ষ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ করার কারণে এমনিতেই স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক বেড়েছে। তার ওপর রোহিঙ্গারা কম দামে শ্রমবাজারে নেমে পড়ায় স্থানীয় শ্রমিকরা বেকার হয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. জাহিদ হোসেন সিদ্দিক বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে লোকালয়ে কাজ করা বেআইনি। এ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফ উপজেলা চেয়ারম্যানকে বদির হুমকি, গুলিবর্ষণের অভিযোগ
অপহরণের ৮ ঘণ্টা পর একই পরিবারের ৩ জনকে উদ্ধার
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
X
Fresh