• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধায় সাঁওতাল হত্যা দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি

  ০৬ নভেম্বর ২০১৭, ১৯:৪৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সাঁওতালরা।

সোমবার সকালে বিক্ষোভ সমাবেশটি সাঁওতাল পল্লি জয়পুর ও মাদারপুর থেকে বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

সেখানে নিহতদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আদিবাসী নেতা ফিলিমন বাসকের সভাপতিত্ত্বে বক্তব্য দেন সিপিবি’র উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, ন্যাপ সভাপতি পঞ্চজ ভট্টাচার্য, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সিপিবি নেতা মিহির ঘোষ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাঁওতালদের বাপ-দাদার জমি ফিরিয়ে দেয়া হোক। সেইসঙ্গে তিন সাঁওতাল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।

বক্তারা আরো বলেন, সাঁওতালদের সঙ্গে প্রতারণা করে তাদের জমি দখল করা হয়েছে।

চিনিকলের জন্য আখ চাষের নাম করে সেখানে প্রভাবশালীরা নিজেদের স্বার্থ আদায় করেছে।

কিন্তু সাঁওতালরা জমি ফেরত চাইলে তাদের ওপর নেমে আসে নির্মম অত্যাচার।

এই ঘটনার সঙ্গে স্থানীয় প্রভাবশালীরা জড়িত। এই প্রভাবশালীদের অবশ্যই গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

গেলো বছরের ৬ নভেম্বর রংপুর চিনিকল কর্তৃপক্ষ পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় সাঁওতালদের তাদের নিজ জমি থেকে উচ্ছেদ করে।

তিন সাঁওতালকে হত্যা করা হয়। এরই প্রতিবাদে আজ সোমবার সাঁওতাল হত্যা দিবস পালিত হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাগড়াছড়ির পিছিয়ে পড়া গ্রাম এখন মডেল ভিলেজ
X
Fresh