• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফুলগাজী-পরশুরামে ৩৮ গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে হাজার হেক্টর রোপা আমন

ফেনী প্রতিনিধি

  ২৩ অক্টোবর ২০১৭, ১৩:২৯

প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের আটটি স্থানের বাঁধ ভেঙে ৩৮ গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর রোপা আমন ও শীতকালীন সবজি।

প্লাবিত গ্রামগুলোর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের নিলক্ষি, গোসাইপুর, উত্তর শ্রীপুর, দেড়পাড়া, শাহাপাড়া, ঘনিয়ামোড়া, বাসুরা, মুন্সীরহাট, নোয়াপুর, করইয়া, বদরপুর ও জি.এম.হাট গ্রামে ক্ষতি বেশি হয়েছে। এসব গ্রামের শতাধিক মাছের খামার ও পুকুর ডুবে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে।

ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা জানান, ফেনীতে এই বছর পাঁচবার বন্যা হয়েছে। আমরা বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারছি না। এইবারের বন্যায় আমরা নিঃস্ব হয়ে পড়েছি।

ক্ষতিগ্রস্ত রোপা আমন চাষিরা বলেন, বারবার বন্যার কারণে আমরা দিশেহারা। এখন সরকার আমাদের সহযোগিতা না করলে ঘুরে দাঁড়ানোর আর কোনো উপায় নেই।

সঠিক সময়ে বাঁধ মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় স্থানীয় এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছেন।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কোহিনুর আলম আরটিভি অনলাইনকে জানান, বৃষ্টি পুরোপুরি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজা জিগমে খেসারের আমন্ত্রণে ভুটান গেছেন তথ্য প্রতিমন্ত্রী
আব্দুল কাদের জিলানীর মাজার জিয়ারতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ঢাকায় ভারতীয় বিমান বাহিনী প্রধান
সরকার গঠনে আমন্ত্রণ পাচ্ছে ইমরানের দল
X
Fresh