• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দীঘিনালায় পিস্তল ও গুলিসহ আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি

  ২২ অক্টোবর ২০১৭, ১৯:০৭

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার ভোরে উপজেলার হেডম্যান পাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রমেশ চাকমা (৫৫) ও অমর চাকমা (৫৮)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দীন ভূঁইয়া আরটিভি অনলাইনকে জানান, হেডম্যান পাড়ার রুনা চাকমার বাড়িতে সশস্ত্র দুই সন্ত্রাসী আত্মগোপন করে আছে এমন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল। পরে সেখান থেকে রমেশ চাকমা ও অমর চাকমাকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী বালিশের নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, আটককৃত দুইজনই পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এলাকায় তারা ত্রাসের সৃষ্টি করেছিল। তাদের বিরুদ্ধে টু শব্দও করা যেত না। তাদের গ্রেপ্তার করায় এলাকায় শান্তি ফিরে আসবে স্থানীয়দের এমনটাই প্রত্যাশা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানছড়িতে রাতের আঁধারে করাত কলে আগুন
পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিলো নবজাতকের মরদেহ
খাগড়াছড়ির সব ব্যাংকে নিরাপত্তা জোরদার
খাগড়াছড়িতে ৪ চোরাই মোটরসাইকেলসহ আটক ২ 
X
Fresh