• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কসবায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২১ অক্টোবর ২০১৭, ০৯:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।

শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে বীনাউটি ইউনিয়নের ত্রি-ঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

এ সময় কসবা থানার চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মুখোশসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহাম্মদ মহিউদ্দিন আরটিভি অনলাইনকে জানান, থানায় খবর আসে ত্রি-ঘরিয়া গ্রামে মুখোশ পরা অবস্থায় একদল ডাকাত অবস্থান করছে। খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে এক ডাকাত সদস্য নিহত হয়। তবে তার পরিচয় জানা যায়নি। বন্দুকযুদ্ধের সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, দুটি রামদা ও দুটি মুখোশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কসবা থানায় মামলার প্রস্তুতি চলছে। অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

এদিকে এলাকাবাসী বলেন, এখানে প্রায়ই চুরি-ডাকাতির মতো ঘটনা ঘটে। এর থেকে এলাকাবাসী পরিত্রাণ চায়। তারা এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় হওয়ার অনুরোধ করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
রামুতে ডাকাতের আক্রমণে বাবা-ছেলে নিহত
ইউটিউব দেখে ব্যাংক ডাকাতি শেখেন আরিফুল
X
Fresh