• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৫ অক্টোবর ২০১৭, ২১:২৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

তারা হলেন নবী হোসেন (৩৬), শাহীন (৩৫) ও লিয়াকত (৪৫)।

রোববার বিকেলে লাল খাঁ এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে ওই তিন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, ফতুল্লার লাল খাঁ এলাকায় আব্দুর রশিদ বেপারী নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণ করছেন। ওই তিনতলা বাড়ির নিচতলায় সেফটিক ট্যাংকের ভেতরে বাঁশ ও কাঠ বের করে আনার জন্য নিচে নামেন শ্রমিক লিয়াকত হোসেন। এরপর তার কোনো সাড়াশব্দ না পেয়ে নিচে নামেন অপর শ্রমিক নবী হোসেন। তারও কোনো সাড়াশব্দ না পেয়ে নিচে নামেন শাহীন। তিনিও ফিরে না আসলে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা সেফটিক ট্যাংকে নেমে ওই তিন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে সেফটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে এই দুর্ঘটনা ঘটেছে।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
তালতলীতে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
X
Fresh