• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

আরটিভি অনলাইন রিপোর্ট

অনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছ’জন পুরুষ এবং ১টি শিশু রয়েছে।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

তিনি বলেন, ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরিতমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। চারজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান।

তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

এদিকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯জন।

নিহতরা হলেন আসমা (৪০), মমিনুর (৪১), আসাদুল (১৫), রিপন (৩০) ও সুমন (৩৫)। তাদের সবার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।

শুক্রবার ভোরে মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলি নামক স্থানে এ ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলাম জানান, লালমনিরহাটের পাটগ্রামে একদল পোশাক শ্রমিক ঈদের ছুটি কাটিয়ে প্রভাতী-বনশ্রী পরিবহনের বাসে করে গাজীপুরের সফিপুরে ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত‌্যু হয়।

আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেলে নেবার পথে আরো দু’জনের মৃত‌্যু হয় জানান জাহাঙ্গীর।

মাদারীপুর সংবাদদাতা জানান, জেলার রাজৈর উপজেলায় বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার দুপুরে উপজেলার বড়ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন বেলাল শেখ (৫০), বাবুল (৩৫) ও মেরিন আক্তার (২৭)। তাদের বাড়ি রাজৈর উপজেলায়।

আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এসএস /

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh