• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, ঢাকা থেকে আসছে সোয়াত

যশোর প্রতিনিধি

  ০৯ অক্টোবর ২০১৭, ০৯:১৭

যশোরের ঘোপ নোয়াপাড়া রোড এলাকার একটি দোতলা বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে সোয়াত টিম আসলে অভিযান শুরু হবে।

রোববার রাত ২টা থেকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়িটি ঘিরে রেখেছে বলে জানা গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে সোয়াত টিম রওয়ানা হয়েছে। তারা আসলে বাড়িটিতে অভিযান শুরু করা হবে।

ধারণা করা হচ্ছে হলি আর্টিজান হামলা মামলার অন্যতম আসামি হাদিসুর রহমানের স্ত্রী খাদিজা ওই বাড়িতে অবস্থান করছেন।

বাড়ির মালিক হায়দার আলী আরটিভি অনলাইনকে বলেন, তার বাড়িতে দু'টি পরিবার ভাড়া থাকে। তিনি থাকেন পাশের বাড়িতে।

তিনি আরো বলেন, যতটুকু জানতে পেরেছি বাড়ির পশ্চিম পাশের ভাড়াটিয়া মশিউর রহমান ও তার পরিবারকে সন্দেহ করছে পুলিশ। মশিউর রহমান তার স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে সেখানে ভাড়া থাকতেন। তিনি একটি হার্বাল কোম্পানিতে চাকরি করতেন। দুই মাস আগে তিনি বাড়ি ভাড়া নেন। ওই ব্যক্তির বাড়ি কুষ্টিয়া জেলায়।

তবে তিনি জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা এই বিষয়ে কিছু জানা যায়নি।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর অভিনন্দন
X
Fresh