• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, নওগাঁ

  ০৪ অক্টোবর ২০১৭, ১৯:৩৩

নওগাঁর মহাদেবপুরের একটি বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে তেজপাইন বিলের মাঝ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত কৃষকের নাম সুদেব সরকার (৪২)। তিনি তেজপাইন গ্রামের চন্দ্রকান্তের ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার সুদেব সরকার তেজপাইন বিলে মাছ ধরতে যান। এরপর আর তিনি বাড়ি ফিরে আসেননি।

অনেক খোঁজ করার পর বুধবার সকালে তেজপাইন বিলের একটি কলাবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার ডান পায়ে সাপের কামড়ের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
নওগাঁয় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি 
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
X
Fresh